রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ কোটি টাকার মোহরানায় তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
৩০০ কোটি টাকার মোহরানায় তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ
expand
৩০০ কোটি টাকার মোহরানায় তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

ভালোবাসার কোনো বয়স নেই, এই কথাটিকে বাস্তবে প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার ৭৪ বছর বয়সী তারমান। বয়সে প্রায় ৫০ বছরের ছোট এক তরুণী শেলা আরিকাকে তিনি বিয়ে করেছেন ৩০০ কোটি রুপিয়াহ বা প্রায় ২২ কোটি টাকা মোহরানা দিয়ে। গত ১ অক্টোবর অনুষ্ঠিত এই বিয়ে এখন পুরো ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রে।

শুধু বিপুল পরিমাণ মোহরানাই নয়, বর তারমান বিয়েতে উপস্থিত প্রতিটি অতিথিকে ১ লাখ রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) উপহার দেন। বিষয়টি জানাজানি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

অনেকে এই ঘটনাকে অবিশ্বাস্য প্রেমের গল্প বলে আখ্যা দিলেও, অনেকে সন্দেহ প্রকাশ করেছেন এটি আসলে প্রচারণার কৌশল। কেউ কেউ এমনও দাবি করেছেন, বর কর্তৃক দেওয়া ৩০০ কোটি রুপিয়াহর চেকটি নকল। কনের এক আত্মীয় সামাজিক মাধ্যমে লিখেছেন, পরিবার ও প্রতিবেশীরা শেলাকে আগেই সতর্ক করেছিল, তবুও তিনি এই বিতর্কিত বিয়েতে রাজি হন।

তবে বর তারমান নিজের অবস্থানে অনড়। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোহরানার অর্থ সম্পূর্ণ আসল এবং তা দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ‘ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ)’ থেকে দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, তারমান পূর্বেও এক প্রতারণা মামলায় শাস্তি পেয়েছিলেন। এ ছাড়া, এই বিয়ে তার প্রথম কি না-তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই অস্বাভাবিক বয়সের ব্যবধান ও বিপুল অঙ্কের মোহরানাকে ঘিরে এখন ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন