শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সামরিক মহড়ায় ভারত-বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৬ সেপ্টেম্বর নিজনি নভগোরোড ওব্লাস্টের একটি প্রশিক্ষণ স্থলে
expand
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৬ সেপ্টেম্বর নিজনি নভগোরোড ওব্লাস্টের একটি প্রশিক্ষণ স্থলে

রাশিয়ার নেতৃত্বে আয়োজিত ‘জাপাদ-২০২৫’ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত, ইরান, বাংলাদেশসহ সাতটি দেশ।

এ মহড়ায় রাশিয়া ও বেলারুশ একসঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলন করেছে। পাশাপাশি প্রদর্শন করা হয়েছে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা গত বছর ইউক্রেন যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থা তাস জানায়, মহড়ায় ভারতের অংশগ্রহণকে মস্কো-নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ৬৫ সেনা সদস্য এতে অংশ নিয়েছেন।

এর আগে ২০২১ সালেও ভারতীয় সেনারা রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত সামরিক অনুশীলনে যোগ দিয়েছিল। তবে এবারের অংশগ্রহণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শীতল হয়ে পড়েছে। মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়েও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে নীঝনি নোভগোরোদ অঞ্চলে গিয়ে মহড়া প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, প্রায় এক লাখ সেনা এতে অংশ নিয়েছে। পুতিনের ভাষ্যে, মহড়ার মূল লক্ষ্য রাশিয়া-বেলারুশের “ইউনিয়ন স্টেট” সুরক্ষা।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, অনুশীলনে ছোট অস্ত্র থেকে পারমাণবিক ওয়ারহেড পর্যন্ত অন্তর্ভুক্ত করা হলেও এটি কোনো দেশের বিরুদ্ধে হুমকি নয়।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কঙ্গো ও মালি সেনা পাঠিয়েছে। এছাড়া আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রও মহড়া পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় এমন বহুজাতিক মহড়া পশ্চিমা বিশ্বকে রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ইরানের অংশগ্রহণ নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে। মস্কোর ঘনিষ্ঠ মিত্র তেহরান এর আগে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। সম্প্রতি দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। একই সময় ইসরায়েলের হামলার পর কাস্পিয়ান সাগরে রাশিয়া-ইরান যৌথ মহড়াও শুরু হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন