

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে দেশের চারটি অঞ্চলে ঝড়বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া আঘাত হানতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হবে সম্ভাব্য।
একই সঙ্গে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন

