মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাতের বৃষ্টির পরও রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ প্রায় সারা দিন ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিকেল ও সন্ধ্যার দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। রাতের বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারো অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ও রোববার (২৮ সেপ্টেম্বর) এর আবহাওয়ায়ও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে চার দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, বিশেষ করে বৃষ্টিপাতের সময় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন