রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের বেশির ভাগ অঞ্চলে শনিবার তাপমাত্রা বাড়ায় শীত কিছুটা কম অনুভূত হয়েছে। এর আগে দেশের সাতটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার রাত থেকে বা মঙ্গলবার সকাল থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তখন দেশের কিছু এলাকায় আবার মৃদু শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস—যা চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। অন্য অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে ছিল। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তবে কয়েকটি এলাকায় এ তাপমাত্রা টানা দুই-তিন দিন থাকলে সেটিকে আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। তাই যশোরে শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলেও সেটিকে আনুষ্ঠানিক শৈত্যপ্রবাহ বলা হয়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X