

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছিলেন, নির্বাচনে আগেই “ফিক্সিং” চলছে।
তবে এবার তার সেই বক্তব্যের জবাবে আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আসিফের দাবি, ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তামিম নিজেই। তিনি বলেন, “নির্বাচনে নিজেদের সুবিধার জন্য তামিম ভাইরা বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।”
এখানেই থেমে থাকেননি তিনি। তার দাবি, এমনকি বিরাট কোহলির কাছেও নাকি বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ করা হয়েছিল। পরে সেই তথ্য গৌতম গম্ভীরসহ অন্যদেরও জানানো হয়। আসিফের ভাষায়, “দেশের সম্মান ক্ষুণ্ন হয়—এমন কিছু করা উচিত হয়নি।”
আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সময় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকে অভিযোগ তুলছেন, আসিফও সেই ধারা অনুসরণ করছেন। তবে তিনি বলেন, “আমরা কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের নয়, ক্রীড়া সংগঠকদের সামনে আনছি।”
এদিকে ১৫ ক্লাবকে ঘিরে আদালতের রায় নিয়েও বিতর্ক চলছে। আসিফ বলেন, অনিয়মের আশঙ্কা থাকলে আদালতের দ্বারস্থ হওয়া স্বাভাবিক।
সব মিলিয়ে বিসিবি নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ক্রিকেটপ্রেমীদের চোখ শেষ মুহূর্তের এই নির্বাচনী লড়াই কোন দিকে যায়, সেদিকেই।
মন্তব্য করুন
