বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে আটকে গেল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম
প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ
expand
প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২-০ সেটে হার মানতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ২২-১৭ পয়েন্টে সেটটি জিতে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল। একেবারে একপেশে খেলায় ২৭-০ পয়েন্টে সেটটি নিজের করে নেয় পাকিস্তান।

এর আগে গতকাল রাতেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই প্রতিপক্ষের কাছে ২-০ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

সেমিফাইনালে হেরে যাওয়ায় এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

মালদ্বীপে পা রাখার আগে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। ঘরোয়া প্রস্তুতিও নিয়েছিল ভালোভাবে। সেই প্রস্তুতির কিছুটা প্রতিফলন দেখা গেলেও শেষ পর্যন্ত ট্রফির মঞ্চে ওঠা হলো না তাদের।

তবে এখনো রয়েছে সান্ত্বনার পদক জয়ের সুযোগ। ব্রোঞ্জের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন