সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চে জাপান সফরে যাবেন ড. মুহাম্মদ ইউনূস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের।

জাপানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান সাসাকাওয়া পিস ফাউন্ডেশন–এর আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নেবেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি আরও জানান, সফরের আগে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকি আবে।

সাক্ষাতে নির্বাচন-পরবর্তী সময়ের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা তিনটি অগ্রাধিকার খাতের কথা তুলে ধরেন।

উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রফেসর ইউনূস ভবিষ্যৎ কর্মসূচিতে ডিজিটাল স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিতে চান। এর মাধ্যমে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবারের খোঁজখবর রাখার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং ‘থ্রি জিরো’ ধারণা বাস্তবায়নেও তিনি কাজ করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাপান সফরে প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। গবেষণাধর্মী এ প্রতিষ্ঠানটি বিশেষ করে সামুদ্রিক বিষয়ক গবেষণায় বিশ্বজুড়ে পরিচিত। সফরকালে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও ব্লু-ইকোনমি খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X