সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
হামজা চৌধুরী
expand
হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে অপেক্ষা করছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ- একটি নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, অন্যটি ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। এই মিশনকে সামনে রেখে আজ দুপুরেই ঢাকায় পৌঁছানোর কথা লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর।

জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজার সঙ্গে আরও দুজন প্রবাসী ফুটবলারকেও দলে ডাকা হয়েছে- মিত সোম ও কিউবা মিচেল।

এর মধ্যে শমিত সোম ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এর আগে গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করায় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে। চার ম্যাচে দুটি ড্র এবং দুটি হার নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের সামনে এখন লক্ষ্য ভারতের বিপক্ষে লড়াইয়ে ঘুরে দাঁড়ানো।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমানে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, ফলে জাতীয় ফুটবল দল অনুশীলন করছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিম ম্যানেজার আমের খান বলেন,

“হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে। শমিত সোম আসবে মঙ্গলবার রাত ১২টার দিকে। নেপালের বিপক্ষে হামজা খেলবে কি না, সেটা কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন