শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণবাদ ও বৈষম্যে কড়া অবস্থান: ফিফার জরিমানা আর্জেন্টিনাসহ ছয় দেশকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
আর্জেন্টিনা ফুটবল দল
expand
আর্জেন্টিনা ফুটবল দল

আন্তর্জাতিক ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের ঘটনা রুখতে এবার কঠোর হলো ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনাসহ ছয়টি দেশকে অর্থদণ্ড দিয়েছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলো হলো — আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে মাঠে ও গ্যালারিতে বর্ণবাদী আচরণ ও অনুপযুক্ত কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা না দিলেও প্রকাশিত তালিকায় দেখা গেছে, সর্বোচ্চ জরিমানা গুনতে হচ্ছে আলবেনিয়াকে — প্রায় ২ লাখ ডলার। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার জরিমানার অঙ্কও বেশ বড় — প্রায় ১ লাখ ৪৯ হাজার ডলার। ১০ জুন বুয়েন্স আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে হওয়া ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে এই জরিমানা হয়। সেই ম্যাচে কলম্বিয়ান খেলোয়াড়ের ওপর কঠোর ট্যাকেলের কারণে লাল কার্ড দেখা বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আগেই দুই ম্যাচ নিষিদ্ধ হন। ফিফা এবার তার ওপর ৬২০০ ডলার অর্থদণ্ডও বহাল রেখেছে।

অন্য শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে চিলিকে দিতে হচ্ছে প্রায় ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়া ৮৭ হাজার ডলার, সার্বিয়া ৬২ হাজার ডলার এবং বসনিয়া-হার্জেগোভিনা ২৬ হাজার ডলার।

ফিফা সদস্য দেশগুলোকে সতর্ক করেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর প্রতিরোধমূলক পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন