শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
expand
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দুর্দান্ত সূচনা করেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র চার মিনিটের মধ্যেই দুই গোল করে পাকিস্তানকে চাপে ফেলে দেয় লাল-সবুজের কিশোররা।

শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ২-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনালে ওঠে গোলাম রাব্বানী ছোটনের দল।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে তৃতীয় মিনিটে নাজমুল হুদা এবং চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের ডিফেন্স ও গোলরক্ষকের ভুল থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথমে গোল করেন নাজমুল। পরের মিনিটেই বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দর্শনীয় গোল করেন অপু রহমান।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মাহিনের একটি শট গোলমুখে পাস আসার পরও বাইরে চলে যায়, যখন পাকিস্তানের গোলরক্ষক ছিলেন বেশ দূরে।

রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই শনিবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X