শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে এবারও বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা
expand
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে এবারও বাজিমাত। ইনজুরির কারণে কাগিসো রাবাদা মাঠে না থাকলেও দায়িত্ব তুলে নিলেন লুঙ্গি এনগিডি। অসাধারণ বোলিংয়ে মাত্র ৪২ রানে ৫ উইকেট নিয়ে অজিদের গুটিয়ে দেন তিনি। তার এই পারফরম্যান্সেই ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের জয় পায় প্রোটিয়ারা। ফলে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় তারা।

এ জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করে ২৭৭ রান তোলে সফরকারীরা। ইনিংসের শুরুটা ছিল দোদুল্যমান। তবে টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটস্কে আর ট্রিস্টান স্টাবস মিলে দলকে চাপমুক্ত করেন। ডি জর্জি ও ব্রিটস্কের জুটি আসে ৬৭ রান, এরপর ব্রিটস্কে-স্টাবস যোগ করেন আরও ৮৯ রান। ব্রিটস্কে ৮৮ রানের ঝলক দেখান, তবে তার বিদায়ের পরপরই ধস নামে। শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২৭৭ রানে।

২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন তেমন কিছু করতে পারেননি। অধিনায়ক মিচেল মার্শও আউট হয়ে যান দ্রুত। কিছুটা প্রতিরোধ গড়েন জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন, তবে সেটিও ভাঙেন মুতুসামি ও এনগিডি। শেষ দিকে হার্ডি ও ইংলিসকে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত ১৯৩ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে সহজ জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন