

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙা ব্যাটিং প্রদর্শন করে ১৪৬ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে ৩০৪ রান, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের নায়ক ফিল সল্ট। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান হন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ১৪১ রানের ঝড়ো ইনিংস, যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রেকর্ড। তার সঙ্গে অধিনায়ক জস বাটলারও খেলেন ৮৩ রানের বিধ্বংসী ইনিংস।
পুরো ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা হাঁকান ৩০টি চার ও ১৮টি ছক্কা। কেবল বাউন্ডারিতেই আসে ২২৮ রান, যা মোট সংগ্রহের প্রায় ৭৫ শতাংশ। প্রোটিয়া বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের। কাগিসো রাবাদা (০/৭০), লিজাড উইলিয়ামস (০/৬২) ও মার্কো জানসেন (০/৬০) ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়সাপেক্ষ স্পেল করেন। তার ওপর অসংযত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দিয়ে বসে ৮টি ওয়াইড ও ৫টি নো-বল, কার্যত ইংল্যান্ডকে দুই ওভার বাড়তি খেলার সুযোগ দেয়।
৩০৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো করলেও দ্রুত ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করাম ২০ বলে ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও সঙ্গ পাননি অন্যদের কাছ থেকে। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। আগামী রোববার অনুষ্ঠিত হবে সিরিজের নির্ণায়ক ম্যাচ।
স্কোরকার্ড ইংল্যান্ড: ৩০৪/২ (সল্ট ১৪১*, বাটলার ৮৩) দক্ষিণ আফ্রিকা: ১৫৮ (মার্করাম ৪১, আর্চার ৩/২৫) ফলাফল: ইংল্যান্ড জয়ী ১৪৬ রানে
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    