

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডানেডিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন কিউইরা এগিয়ে ৩-১ ব্যবধানে।
এই ম্যাচে উজ্জ্বল ছিলেন পেসার জ্যাকব ডাফি, যিনি নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চমবারের মতো চার উইকেট শিকার করেন (৪/৩৫)। তাঁর এক ওভারেই ফিরেছেন তিন ব্যাটার। পরে টিম রবিনসন ও ডেভন কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ২৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথম ওভারেই ছক্কা মেরে ঝড়ের ইঙ্গিত দেন শাই হোপ। তবে তৃতীয় ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দেন ডাফি। বাউন্সারে হোপকে ফেরানোর পর পরের বলেই আকিম অগাস্টের স্টাম্প উড়িয়ে দেন তিনি। একই ওভারে শেরফেন রাদারফোর্ডও ধরা পড়েন সহজ ক্যাচে। মাত্র ২১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবীয়রা।
ক্যাপ্টেন রভম্যান পাওয়েল ও রস্টন চেজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু ব্রেসওয়েলের বলে জুটি ভেঙে যায়। এরপর চেজ ও হোল্ডার দ্রুত ফেরায় ৯২ রানের মধ্যেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষদিকে রোমারিও শেফার্ড ২২ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও তিনিও ডাফির শিকার হন। শেষ উইকেট নেন জেমস নিশাম, ১৮.৪ ওভারে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে যায় ১৪০ রানে।
জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। সিলসের এক ওভারে পরপর ছক্কা ও চার মেরে স্কোরবোর্ড ছুটিয়ে দেন রবিনসন। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৬১ রান তুলে নেয় কিউইরা।
রবিনসন ৪৫ রানে ফিরলেও রাচিন রবীন্দ্র এসে গতি বজায় রাখেন (২১)। তাঁর বিদায়ের পর ক্রিজে আসেন মার্ক চ্যাপম্যান, যিনি দুটি ছক্কা হাঁকান। অপরাজিত ৪৭ রানে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন ডেভন কনওয়ে।
এই জয়ের ফলে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ড নিশ্চিত করেছে শিরোপা।
মন্তব্য করুন
