বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ত্যাগ করছেন শ্রীলঙ্কান একাধিক ক্রিকেটার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
শ্রীলঙ্কা দল
expand
শ্রীলঙ্কা দল

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট দল।

তবে সম্প্রতি ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর সফরকারী ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংঘটিত ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। এ ঘটনার পর শ্রীলঙ্কা দলের একাধিক সদস্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশে ফেরার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বুধবার এক বিবৃতিতে এসএলসি জানায়, পাকিস্তানে অবস্থানরত দলের কয়েকজন সদস্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি জানার পর বোর্ড দ্রুত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে তাদের আশ্বস্ত করেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

তবে এসএলসি জানিয়েছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচে অংশ নিতে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় ছয়জন শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হন এবং দুইজন পথচারী প্রাণ হারান। ওই ঘটনার পর দীর্ঘ ছয় বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত ছিল।

আসন্ন ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে- যেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও পিসিবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন