রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব আল হাসান হলেন অধিনায়ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম
সাকিব আল হাসান-ফাইল ছবি
expand
সাকিব আল হাসান-ফাইল ছবি

আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান।

শনিবার (৮ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি এক ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

দলের রচনায় তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে, যা ভারসাম্যপূর্ণ একটি দল গঠনের লক্ষ্য প্রকাশ করছে।

চলতি মাসের ১৯ তারিখ লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হবে ভিস্তা রাইডার্স।

অধিনায়কত্ব পাওয়ায় উচ্ছ্বসিত সাকিব আল হাসান বলেন, রয়েল চ্যাম্পসের নেতৃত্ব পাওয়াটা আমার জন্য সত্যিই বড় সম্মান। প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।

আমরা মাঠের ভেতরে ও বাইরে দু’জায়গাতেই দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন