

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৭ রান।
ম্যাচটিতে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনে—তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয় শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুজনই দারুণ বোলিং করে দলের সাফল্যে ভূমিকা রাখেন। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান (৩৮) ও রহমানউল্লাহ গুরবাজ (৩০)।
পাওয়ার প্লেতে আফগানিস্তান তুলেছিল মাত্র ৩৫ রান। এরপর ইব্রাহিম ও সেদিকউল্লাহ অটল মিলে রানের গতি বাড়াতে শুরু করলে রিশাদ হোসেন ভাঙেন সেই জুটি। ১৯ বলে ২৩ রান করে ফেরেন অটল। আরেক প্রান্তে ৩৭ বলে ৩৮ রান করে বিদায় নেন ইব্রাহিম। অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিল মাত্র ১ রান করেই আউট হন।
শেষদিকে মোহাম্মদ নবি ১২ বলে ২০ রানের ছোট ঝড় তোলেন, আজমতউল্লাহ ওমরজাই যোগ করেন ১৯ রান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আফগানরা বড় স্কোর গড়তে পারেনি।
টাইগারদের পক্ষে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট। শরিফুল ইসলাম মাত্র ১৩ রান খরচায় শিকার করেন একটি উইকেট।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    