

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর নিলামে শেষ মুহূর্তে দলে ভিড়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
অলরাউন্ডার সাকিবকে কিনেছে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটস। তার মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।
অন্যদিকে, পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স, যেখানে তার দাম উঠেছে সাকিবের দ্বিগুণ—৮০ হাজার ডলার।
আইএলটি২০-এর প্রথম আনুষ্ঠানিক নিলাম অনুষ্ঠিত হয় দুবাইয়ে। সেখানে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (১ লাখ ২০ হাজার ডলার) খেলোয়াড়। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। একইভাবে অভিজ্ঞ তারকা মোহাম্মদ আমির, জেসন রয়, জিমি অ্যান্ডারসন, টেম্বা বাভুমা ও পাকিস্তানের সাইম আইয়ুবের মতো নামী খেলোয়াড়রাও অবিক্রীত থাকেন।
প্রথম ডাক অবিক্রীত থাকার পর পুনরায় আহ্বানে সাকিব ও তাসকিনকে কিনে নেয় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।
তাসকিনের জন্য এটি হবে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ (যদি বিসিবি অনুমতি দেয়)। এর আগে তিনি খেলেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। সাকিব এর আগে বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইএলটি২০-তে এবারই প্রথম নাম লিখিয়েছেন। আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তিনি এমআই এমিরেটসের জার্সিতে মাঠে নামবেন।
২০২৬ আইএলটি২০ নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৫ লাখ ডলার এবং সর্বোচ্চ ২০ লাখ ডলার ব্যয় করতে হবে। দলে খেলোয়াড় সংখ্যা থাকতে হবে ১৯ থেকে ২১ জন। এর মধ্যে ১১ জন পূর্ণ সদস্য দেশ থেকে, ৪ জন সংযুক্ত আরব আমিরাতের, এবং সহযোগী দেশ থেকে অন্তত ২ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া সর্বোচ্চ ২ জন খেলোয়াড়কে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা যাবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    