শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের ফাইনালে ভারতের অহম ভাঙার লড়াই পাকিস্তানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আসছে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ, যেটি ঘিরে সমর্থকদের উত্তেজনা এখন চরমে।

ভারতের দুর্দান্ত যাত্রা

টুর্নামেন্টের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে ভারত। গ্রুপপর্বে সহজেই জয় পেয়েছে আরব আমিরাত, পাকিস্তান ও ওমানের বিপক্ষে। এরপর সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল।

পাকিস্তানের ঘুরে দাঁড়ানো

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পাকিস্তান পরে ঘুরে দাঁড়ায়। ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে ওঠে তারা। সুপার ফোরে আবারও ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবং বাংলাদেশের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে ১১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে সালমান আলী আগার দল।

বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৩৫ রানের লক্ষ্য রক্ষা করতে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাটে করেন ১৯ রান এবং নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট—যা পাকিস্তানের জয় নিশ্চিত করে।

শোয়েব আখতারের কড়া বার্তা

ফাইনালের আগে সাবেক পেসার শোয়েব আখতার বলেন, “ভারতের আভায় মুগ্ধ হলে চলবে না। তাদের অহম ভাঙতে হবে। উইকেট তুলে নিতে হবে, শুধু বল করে যাওয়া যাবে না।” তিনি আভিশেক শর্মাকে দ্রুত আউট করার পরামর্শও দিয়েছেন পাকিস্তানি বোলারদের।

অধিনায়কের আত্মবিশ্বাস

পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, “এই জয় প্রমাণ করে আমাদের দল ভিন্নমাত্রার। কিছু ঘাটতি থাকলেও আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ভারতকে হারাতে আমরা প্রস্তুত।”

আফ্রিদিই মূল ভরসা

শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্স এখন পাকিস্তানের প্রধান শক্তি। তিনি নিজেও ফাইনালের জন্য দারুণ উচ্ছ্বসিত, “আগের ম্যাচের অভাব এবার পূরণ করব,” বলে জানান তিনি।

কোচের প্রত্যাশা

পাকিস্তান দলের কোচ মাইক হেসন বলেন, “২০১৭ সালের পর আবার ফাইনালে উঠেছি। এবার শিরোপার লক্ষ্যেই নামব।”

ইতিহাস ভারতের পক্ষে

এবারের আসরে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। তবে শিরোপার লড়াইয়ে পাকিস্তান চাইবে অতীতের সব হতাশার বদলা নিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন