

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনার মধ্যে শাস্তির মুখে পড়েছেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে ‘পহেলগাঁও শ্রদ্ধা’ মন্তব্যের জন্য।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে আইসিসির শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সূর্যকুমার ম্যাচটি ভারতের সেনাদের উৎসর্গ করে পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাকিস্তান এ মন্তব্যকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখে আইসিসির কাছে অভিযোগ করে। শুনানিতে সূর্যকুমার নিজেকে নির্দোষ দাবি করলেও আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন।
পাকিস্তানি পেসার হারিস রউফকেও ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আক্রমণাত্মক আচরণের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আঙুলের ইশারায় ‘৬-০’ দেখিয়েছিলেন, যা সাম্প্রতিক যুদ্ধে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত হিসেবে ধরা হয়। তবে ব্যাট হাতে বন্দুক ছোড়ার মতো ভঙ্গিতে হাফসেঞ্চুরি উদযাপনের অভিযোগে অভিযুক্ত ওপেনার সাহিবজাদা ফারহানকে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার পাকিস্তান দলের হোটেলে রিচার্ডসনের নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে রউফ, ফারহান ও দলের ম্যানেজার নাভিদ আকরাম চীমা উপস্থিত ছিলেন। ভারত-পাকিস্তানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এশিয়া কাপে নতুন মাত্রা পেয়েছে, যেখানে ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে দুই দল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    