শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেক ঝড়ের পর ভারতের দুই'শ পার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অভিষেক শর্মা
expand
অভিষেক শর্মা

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনী করেছে ভারত। অভিষেক শর্মার ঝোড়ো অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল স্কোর গড়ে দলটি।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা। তবে শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন।

দ্বিতীয় ওভারে শুভমান গিল দ্রুত আউট হলেও অভিষেক শর্মা দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে চাঙ্গা করে তোলেন। সূর্যকুমার ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার বলে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন অভিষেক। নবম ওভারে আশালঙ্কার বলে আউট হওয়ার আগে তিনি মাত্র ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার।

চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ৪১ বলে ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে আরও এগিয়ে নেন। ১৬তম ওভারে স্যামসন ২৭ বলে ৩৯ রান (৩ চার, ১ ছক্কা) করে আউট হন। এরপর হার্দিক পান্ডিয়া ১৬২ রানে দলের পঞ্চম উইকেট হিসেবে ফিরে যান।

শেষ দিকে অপরাজিত থেকে ইনিংস বড় করতে ভূমিকা রাখেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল। তিলক ৩৪ বলে ৪৯ রান (৪ চার, ১ ছক্কা) এবং অক্ষর ১৫ বলে ২১ রান (১ চার, ১ ছক্কা) করে দলকে ২০২ রানে পৌঁছে দেন।

শ্রীলঙ্কার হয়ে থিকশানা, চামিরা, হাসারাঙ্গা, আশালঙ্কা ও দাসুন সানাকা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন