শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পিএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
expand
৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে লড়াইয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে থামিয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জাকের আলীর দলের।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৬/৬।

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা দ্রুত সাজঘরে ফেরেন—পারভেজ ইমন শূন্য, তাওহীদ হৃদয় ৫ এবং সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করে আউট হন।

এর আগে পাকিস্তানও শুরুতে চাপে পড়ে। প্রথম দুই ওভারে দুই উইকেট হারানোর পর ৩৩ রানে চতুর্থ ও ৪৯ রানে পঞ্চম উইকেট হারায় তারা। তারপরও কিছুটা লড়াই করে দলটি ১৩৫ রান পর্যন্ত পৌঁছায়।

ব্যাট হাতে মোহাম্মদ হারিস সর্বোচ্চ ৩১ রান (২৩ বলে, ২ চার, ১ ছক্কা) করেন। মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান (২ ছক্কা, ১ চার), শাহিন আফ্রিদি ১৩ বলে ১৯ রান (২ ছক্কা) এবং সালমান আগা ২৩ বলে ১৯ রান যোগ করেন। শেষ দিকে ফাহিম আশরাফ করেন ৯ বলে ১৪ রান।

বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট, শেখ মাহেদী ২৮ রানে ২ উইকেট, রিশাদ হোসেন ১৮ রানে ২ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট, আর তানজিম সাকিব যদিও উইকেট পাননি, ৪ ওভারে দেন মাত্র ২৮ রান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন