

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল ভারত। ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল প্রথম ১০ ওভারে তুলেছিলেন ৯৬ রান। পাওয়ার প্লেতে তো মাত্র ৬ ওভারেই বিনা উইকেটে ৭২ রানের ঝড় তোলেন তারা।
তবে সপ্তম ওভারে রিশাদ হোসেনের জোড়া আঘাতে ছন্দপতন ঘটে ভারতের। রান আউটে কাটা পড়েন অভিষেকও। ইনিংসের শেষ ১০ ওভারে ভারত তুলতে পারে মাত্র ৭২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। বাংলাদেশের পক্ষে লেগস্পিনার রিশাদ হোসেন নেন ২ উইকেট।
জয়ের জন্য এখন বাংলাদেশের দরকার ১৬৯ রান। এই লক্ষ্য তাড়া করতে নামবে টাইগার ব্যাটাররা।
মন্তব্য করুন

