

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখা দ্য গ্রিন ম্যানদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাইগাররা।
আর এই ম্যাচ ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন বাংলাদেশ দলকে ‘টাইগার’ বলে সম্বোধন করলে আফ্রিদি হঠাৎ প্রশ্ন করেন, ‘টাইগার কৌন?’।
উপস্থিত সাংবাদিকরা ‘বাংলাদেশ’ বললে তৎক্ষণাৎ ‘সরি’ বলে ক্ষমা চান আফ্রিদি। তবে এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে কটাক্ষের মতো সেই মন্তব্যের পরও বাংলাদেশের শক্তিমত্তা সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল মন্তব্য করেন আফ্রিদি।
টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে দাবি করেন এই পেসার।
আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে।
তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ভালো খেলতে হবে।‘
সুপার ফোরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে থাকার লড়াইয়ে ফিরেছে তারা।
বর্তমানে দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ দ্য গ্রিন ম্যানদের।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    