শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষদের ছাড়িয়ে গেল নারী ক্রিকেট বিশ্বকাপের পুরস্কারের অর্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম
গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
expand
গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

নারী ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম পুরুষদের চেয়ে বেশি প্রাইজমানির ঘোষণা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১ সেপ্টেম্বর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া ১৩তম নারী বিশ্বকাপের মোট পুরস্কারের পরিমাণ ধরা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা। এর আগের আসরে এই পরিমাণ ছিল ৪২ কোটি টাকা।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপে আইসিসি মোট পুরস্কার দিয়েছিল ১৪২ কোটি টাকা। অর্থাৎ নারীরা এবার পুরুষদেরও ছাড়িয়ে যাচ্ছেন। এ আসরের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৭ কোটি টাকা।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান, ভেন্যু কলম্বো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন