

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে যে নানা গুঞ্জন চলছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল।
এক সাক্ষাৎকারে তিনি জানান, বাইরে থেকে যতটা শীতল সম্পর্ক মনে করা হয়, বাস্তবে বিষয়টি তেমন নয়। বরং, তার মতে এটি মূলত দুই তারকার সমর্থকদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা।
স্টার প্লে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "আমাদের মধ্যে কথা হয়েছে, অবশ্যই হয়েছে। কোয়াবের পুনর্গঠন চলাকালীনও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাইরে থেকে যেভাবে অনেকে সম্পর্ক খারাপ ভেবে নেয়, বাস্তবে তেমন কিছু নয়।"
আগে তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল, এখন হয়তো তা নেই জানিয়ে তামিম বলেন, "হয়ত এটা বলতে পারি যে আগে যতটা ঘনিষ্ঠতা আমাদের মধ্যে ছিল, ওই ঘনিষ্ঠতা নেই। কিন্তু এরকম কোনো সম্পর্ক না যে একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব।"
তামিম আরও করেন, "আমি অসুস্থ হয়েছিলাম, তখন ওর পরিবার এসেছিল আমাকে দেখতে। আমার স্ত্রীর সাথে তার কথা হয়েছিল। আল্লাহ তার পরিবারকে ভালো রাখুক। আল্লাহ মাফ করুক যদি ওরকম কোনো কিছু হয়, তাহলে আমিই প্রথমে সাহায্যে এগিয়ে যাব।"
দুইজনের প্রয়োজনে দুইজনই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করে তামিম জানান, "কোনো কাজে যদি দরকার হয়, অবশ্যই ওই সম্পর্কটা আছে যাতে তাকে পেতে পারি। তার (সাকিবের) কোনো কাজে যদি আমাকে দরকার হয়, আমি এটা বিশ্বাস করি যে সেও (সাকিব) বিশ্বাস করে সে আমাকে পাবে। বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হতেই পারে। কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারে না এমন কিছুই না।"
সাকিব এবং তামিমের ভক্তদের মধ্যে "সাকিবিয়ান" এবং "তামিমিয়ান" নামে যে বিভাজন তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও কথা বলেছেন তামিম। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা সব জায়গায়ই দেখা যায়—যেমন মেসি-রোনালদো বা সালমান খান-শাহরুখ খানের ভক্তদের মধ্যে। এই বিষয়টিকে তিনি মজার ছলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সীমা অতিক্রম না করার জন্য অনুরোধ করেছেন।
তামিম ভক্তদের উদ্দেশে বলেন, "(সাকিবিয়ান-তামিমিয়ান) উনাদেরও এই জিনিসটা বোঝা উচিত। তবে এইটা সব জায়গায় আছে। মেসি-রোনালদো, সালমান খান-শাহরুখ খানের ভক্তদের মধ্যেও আছে। এটা থাকবেই, মজার জন্য থাকা উচিত। কিন্তু সীমাছাড়া হওয়া উচিত, কারো লিমিটেশন ক্রস করা উচিত না।"
মন্তব্য করুন

