

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিপিএল শুরুর আগমুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া দলটি দলে ভিড়িয়েছে এক বিশেষ নাম—হাসান ইসাখিল। ক্রিকেটপ্রেমীদের কাছে নামটি আলাদা করে নজর কাড়ার কারণ, তিনি আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এবারের বিপিএলে মোহাম্মদ নবী নিজেও নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতে নামছেন। ফলে একই দলে, একই জার্সিতে বাবা-ছেলের মাঠে নামার দৃশ্য দেখতে যাচ্ছেন দর্শকরা। এ নিয়ে গুঞ্জন চলছে—নবীকে কি দলের অধিনায়ক করা হবে? সিদ্ধান্ত যাই হোক, বাবা-ছেলের যুগলবন্দি বিপিএলের ইতিহাসে বাড়তি রোমাঞ্চ যোগ করবেই।
এই বিশেষ সংযোজনের খবর জানিয়ে নোয়াখালী এক্সপ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে জানিয়েছে— “বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে। হাসান ইসাখিল, এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম।”
আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
এক নজরে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ ও বিলাল সামি।
মন্তব্য করুন
