

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে শুরু থেকেই বাংলাদেশি খেলোয়াড়দের দিকে নজর কম দেয় ফ্র্যাঞ্চাইজি গুলো।
সর্বশেষ কয়েকটি মৌসুমে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া বলার মতো আর কেউই সুযোগ পাননি।
তবে পরিস্থিতি ভিন্ন হতে পারতো এ বছর। মঙ্গলবার আইপিএলের পরের আসরের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হবে লামের গতিপথ বলছিল, এবার বাংলাদেশের একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা জোরালো।
তবে ঠিক নিলামের আগে এক প্রকার ধাক্কাই খেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। টাইগারদের আন্তর্জাতিক সিরিজের কারণে আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন বাংলাদেশ থেকে আইপিএল নিলামে নাম দেওয়া ৭ ক্রিকেটার।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের পুরো আসরের এনওসি না-ও পেতে পারেন।
আর আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তিনি পুরো আসর দলের সাথে থাকবেন কি না তার ওপর।
আগামী বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৯তম আসর। একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এদিকে নিলামে যেসব বাংলাদেশি ক্রিকেটারদের নাম এসেছে তাদের সবাই জাতীয় দলের নিয়মিত সদস্য।
তাদের ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা চিন্তা করাও কঠিন। ফলে স্বাভাবিকভাবেই এসময়ে বিসিবি থেকে তাদের এনওসি পাওয়ার সম্ভাবনা কম।
আইপিএল কর্তৃপক্ষ অবশ্য বোর্ডগুলোর সাথে আগেই কথা বলে নেয় এনওসির বিষয়ে।
যথারীতি নিলাম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিরা জেনে যাওয়ার কথা, কোন কোন খেলোয়াড় পুরো মৌসুমের জন্য এনওসি পাবেন।
আইপিএলের এবারের নিলামে নাম উঠবে বাংলাদেশির ৭ ক্রিকেটারের। এরা হলেন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে ক্যাটাগরিতে নাম উঠবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে প্রায় নিয়মিতই খেলা হয় মুস্তাফিজের। বল হাতে নজরকাড়া সাফল্যও আছে তার।
অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে। এছাড়া ‘আনকেপড’ ক্যাটাগরিতে রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
মন্তব্য করুন

