

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপে সুপার ফোরে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। ম্যাচে আফগানিস্তান জিতলে তারা সরাসরি সুপার ফোরে চলে যাবে এবং বিদায় নিতে হবে বাংলাদেশকে।
তবে আফগানরা হেরে গেলে বাংলাদেশ সুপার ফোরে উঠবে। শ্রীলঙ্কা হারলেও নেট রান রেটে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা বেশ দৃঢ় থাকবে, যদি না বড় ধরনের বিপর্যয় ঘটে।
এদিকে দলটিতে দুই পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তানের দলে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে, তার বদলে একাদশে এসেছেন দারভিশ রাসুলি। এছাড়া আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর রহমান।
শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন হয়েছে। পেসার মহেশ থিকসানার জায়গায় সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।
আবুধাবির উইকেটে সাধারণত স্পিনাররা সুবিধা পান। তবে আজকের ম্যাচের পিচে কিছুটা ঘাস থাকায় পেসারদেরও সহায়তা করার সম্ভাবনা রয়েছে।
আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
