শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের উইকেট পতনে ঢাবিতে সাদিক কায়েমের বাধভাঙ্গা উল্লাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেছে উচ্ছ্বাসের বন্যা। 
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেছে উচ্ছ্বাসের বন্যা। 

এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের ইউকেট পতনের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেছে উচ্ছ্বাসের বন্যা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রজেক্টর এর পর্দার সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

এশিয়া কাপের এ রোমাঞ্চকর ম্যাচ দেখতে মহসিন হল মাঠে ছুটে এসেছে ডাকসুর ভিপি সাদিক কায়েম-জিএস এস এম ফরহাদ -এজিএস মহিউদ্দীন।

এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এশিয়া কাপে আজকে বাংলাদেশে জিতবে ইনশাআল্লাহ। ফাইনালেও যাবো এবং ফাইনালে বাংলাদেশ জিতবে। আর এ বিজয় বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় হবে।

বিশেষ করে পাকিস্তানের টপ অর্ডারের উইকেটগুলো একে একে পতনের সময় ক্যাম্পাসের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তুমুল চিৎকারে আনন্দ প্রকাশ করেন। কারও হাতে বাংলাদেশের পতাকা, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে মুহূর্তগুলো শেয়ার করেছেন।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের ফাইনাল স্বপ্নকে ঘিরে তাদের প্রত্যাশা অনেক। পাকিস্তানের প্রতিটি উইকেট পতনকে তাই তারা বিজয়ের সিঁড়ি হিসেবে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন