

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস ভারতের বিপক্ষে পিঠে চোটের কারণে খেলতে পারেননি। ম্যাচের আগে অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি, যা শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয়। লিটনের না থাকায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেন জাকের আলী।
ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাকের আলী জানিয়েছেন, লিটনের খেলার বিষয়ে দল শেষ পর্যন্ত অপেক্ষা করেছে। তিনি বলেন, “আমাকে দেশে থেকে বলা হয়েছিল—যদি দরকার হয়, তুমি দায়িত্বে থাকবে। হয়তো মিডিয়াতে জানানো হয়নি, কিন্তু আমি জানতাম।”
লিটনের চোটের অবস্থা জানিয়ে জাকের বলেছেন, 'উনি রিকভারিতে আছেন। তো অবশ্যই আমরা কালকের (বৃহস্পতিবার) ম্যাচ পর্যন্ত আমরা উনার জন্য অপেক্ষা করব। যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন।'
বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে নামতে হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে জয় পেলেই বাংলাদেশ ফাইনালে পৌঁছাবে, হেরলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানিয়েছেন, “লিটন দাসের শারীরিক সমস্যা রয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আশা করি, আমরা ভালো খবর পাব।”
ভারতের বিপক্ষে লিটনের অনুপস্থিতিতে আরও তিনজন পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল—তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরীফুল ইসলাম খেলেননি। তাদের স্থলে একাদশে ছিলেন পারভেজ হোসেন, তানজিম হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মন্তব্য করুন
