শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি শিশুদের আমরা ভুলে গেছি: পেপ গার্দিওলা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বার্সেলোনায় এক চ্যারিটি কনসার্টে ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়ে আবেগঘন এক বক্তব্য দিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনে শিশুদের ভোগান্তি এবং বৈশ্বিক নীরবতার দিকে আঙুল তুলে তিনি বলেছেন, ‘আমরা তাদের একা ফেলে দিয়েছি। আমরা তাদের ভুলে গেছি!’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পালাউ সান্ত জর্দিতে আয়োজিত ‘অ্যাক্ট এক্স প্যালেস্টাইন’ শীর্ষক একটি দাতব্য কনসার্টে অংশ নিয়ে এমন আগেবঘন ব্ক্তব্য দেন গার্দিওলা।

এসময় কালো-সাদা ফিলিস্তিনি কেফিয়াহ গলায় জড়িয়ে মঞ্চে ওঠেন স্প্যানিশ এই কোচ।

গার্দিওলা বলেন, ‘গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যম বা টেলিভিশনে যখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কোনো শিশুকে দেখি, যে নিজেই ভিডিও করছে আর বলছে… “আমার মা কোথায়?”… অথচ সে নিজেই জানে না তার মায়ের কী হয়েছে, তখন আমি ভাবি, এই শিশুগুলো কী ভাবছে?’

ম্যান সিটি কোচ আরও বলেন, ‘‘ক্ষমতাবানরা আসলে কাপুরুষ। তারা নিরাপদে ঘরে বসে থাকে…শীতকালে হিটার, গরমে শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে… আর নিরীহ মানুষদের দিয়ে নিরীহ মানুষদের হত্যা করায়।’

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘সবকিছুই আসলে মানবিকতার প্রশ্ন। আর ফিলিস্তিনে সেটাই অনুপস্থিত।’

অবশ্য ফিলিস্তিন ও বিশ্বে মানবিক ইস্যুতে গার্দিওলার এমন অবস্থান নতুন নয়। এর আগে তিনি ২০১৮ সালে কাতালান স্বাধীনতাকামী বন্দিদের সমর্থনে হলুদ ফিতা পড়ে মাঠে যান। এঘটনায় তাকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X