রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রিতু পর্ণা চাকমাসহ এবার বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৫ দেওয়া হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার রিতু পর্ণা চাকমাও রয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সরকারের উপ-সচিব মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক সুপারিশ পত্রে এ তথ্য জানানো হয়।

আজ রোববার ও গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়, যা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।

নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা এবারের রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে মনোনীতদের মধ্যে চূড়ান্ত সকলের হাতে পদক তুলে দিবেন সরকার প্রধান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X