শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাভাষী হওয়ায় কি বাংলাদেশে পাঠানো হবে? অমর্ত্য সেনের শঙ্কা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত
expand
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত

ভারতে ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর আশঙ্কা, একদিন হয়তো বাংলায় কথা বলার কারণে তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

গত শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার শিকার হয়েছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি খানিকটা রসিকতার সুরে যোগ করেন— “আমারও তো শিকড় ঢাকা শহরে, তাহলে আমাকেও ফেরত পাঠানো হতে পারে।”

৯১ বছর বয়সী অমর্ত্য সেন আরও বলেন, “সংবাদপত্রে দেখলাম, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে আমি সত্যিই উদ্বিগ্ন হয়েছি। ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানিই না।”

তাঁর এই মন্তব্য দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত কিছু রাজ্যে বাংলাভাষীদের হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে অনেকেই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন।

ভারতের বহুত্ববাদী সংস্কৃতির প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলেন, প্রতিটি ভাষা ও সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য রয়েছে—বাংলা, পাঞ্জাবি বা অন্য যেকোনোটা। তাই বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বলছি না বাঙালি সংস্কৃতি শ্রেষ্ঠ। তবে বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই হবে। সম্মান না থাকলে প্রতিবাদ করা জরুরি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন