

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেফাঁস কথা বলে ফের বিপাকে ইসলামি বক্তা মুফতি আমির হামজা। যদিও এরকম আচরণ তার জন্য নতুন না। এর আগে এক ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনা দিয়ে সমালচনার শিকার হয়েছিলেন।
ঘটনাটি গেল বছরের। এক ওয়াজ মাহফিলে রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন আমির হামজা। যদিও বিভিন্ন গণমাধ্যমের রেফারেন্স দিয়েছিলেন তিনি। সে ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, ১৫৭টি রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন।
এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শত গুণে সুন্দর ছিলেন আমাদের আদি মাতা হাওয়া (আ.)।’
সেবার এ ধরনের বক্তব্যের জন্য তুমুল সমালোচনার মুখে পড়েন হামজা। এক পর্যায়ে চান ক্ষমা। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে মুখে পড়ে ক্ষমা চেয়েছেন এই বক্তা।
মন্তব্য করুন

