রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম ইসলামি সংগঠনের শীর্ষ নেতার পদত্যাগ দাবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ), যা বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন হিসেবে পরিচিত, তাদের চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফকে পদ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

অভিযোগ হলো—গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি এমন এক মার্কিন গবেষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যিনি প্রকাশ্যে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করে থাকেন।

শনিবার (২২ নভেম্বর) রয়টার্সের হাতে থাকা নথিতে উল্লেখ আছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে; অন্যথায় সংগঠনের ভেতর থেকে তাকে অপসারণ করা হবে।

মার্কিন বিশ্লেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কঘনিষ্ঠ’ বলে আখ্যা দেওয়া হয়।

তিনি নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপের পক্ষে মত প্রকাশ করে আসছেন। পাশাপাশি স্টাকুফের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগও উত্থাপিত হয়েছে।

বারকোভিটজ এনইউ আয়োজিত একটি সেমিনারেও অংশ নেন এবং সেখানে বক্তব্য রাখেন।

তাঁর একাধিক প্রকাশনায় গাজায় ইসরায়েলের হামলার প্রতি সমর্থন রয়েছে।

বিতর্কের জবাবে স্টাকুফ বলেন, আমন্ত্রণটি ভুল ছিল এবং এটি ইচ্ছাকৃত নয়। তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে কঠোর ভাষায় নিন্দা করেন।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত নাহদাতুল উলামার সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। মুসলিম-অধ্যুষিত ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দেশটি ধারাবাহিকভাবে গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন