মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে : ধর্ম উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
expand
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেভাবে কাজ করবে, ফলও তেমনই পাবে।

যারা এক সময় অন্যকে ফাঁসির নির্দেশ দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় এসেছে। আল্লাহ কখনো অন্যায়কে ছেড়ে দেন না।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “অতীতের অন্যায় ইতিহাসের হাতে ধরা পড়ে।

ক্ষমতার অহঙ্কারে ভাসবেন না; বরং ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলুন। অন্যায় কখনো অদৃশ্য থাকে না—এটাই আমাদের শিক্ষা।”

তিনি ইয়াবা কারবার ও মাদকের প্রতি কঠোর সতর্কতা দেন। বলেন, “ইয়াবা বিক্রি করবেন না, ব্যবহার করবেন না।

মাদক সমাজে খুনোখুনি, অশান্তি ও পরিবারে ভাঙন তৈরি করছে। তরুণদের মাদকের হাত থেকে বাঁচাতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

ড. খালিদ হোসেন আরও যোগ করেন, “জাতির স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে দেশ আরও শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।”

নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করেছি, অনেক অর্থ রাষ্ট্রের কোষাগারে ফিরিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা সম্ভব।”

তিনি আলেম সমাজের গুরুত্ব উল্লেখ করে বলেন, “দেশ একদিন আলেমদের হাতে আসবে, ইনশাআল্লাহ। তাদের নেতৃত্বে দেশ উজ্জ্বল ও আলোকিত হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন