বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডে ৯ মসজিদে ঘৃণাপূর্ণ চিঠি, মুসলিমদের মধ্যে আতঙ্ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত ওয়েস্ট মসজিদ। ফাইল ছবি
expand
নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত ওয়েস্ট মসজিদ। ফাইল ছবি

নেদারল্যান্ডসের বিভিন্ন শহরের নয়টি মসজিদে রক্তের মতো লাল পদার্থে লেখা ইসলামবিদ্বেষী চিঠি পাঠানো হয়েছে। এতে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রটারড্যাম, আইন্দহোভেন, আর্নহেম, টিলবার্গ এবং হেগ শহরের মসজিদগুলো এসব চিঠি পেয়েছে। চিঠিগুলোতে ছিল অবমাননাকর ভাষা, ইসলামবিদ্বেষী মন্তব্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র, যা মুসলমানদের উসকানি দেওয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতীয় মসজিদ সংগঠন K9-এর প্রতিনিধি জোরাম ভ্যান ক্লাভেরেন এক বিবৃতিতে বলেন, “এগুলো মূলত ভয় দেখানোর চেষ্টা। চিঠিগুলো ঘৃণায় ভরা এবং মুসলমানদের আতঙ্কিত করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, একটি চিঠিতে লেখা ছিল— “ইউরোপে ইসলামের শেষ সময় ঘনিয়ে এসেছে।”

এ ঘটনায় অনেক মুসলিমের মনে অতীতের ভয়াবহ হামলার স্মৃতি ফিরে এসেছে। যেমন, ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন। এছাড়া সম্প্রতি ফ্রান্সে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে হত্যা করা হয়েছিল।

মসজিদ ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নেদারল্যান্ডসে মুসলিমরা নিয়মিত মৌখিক আক্রমণ, গালাগালি কিংবা মসজিদের বাইরে হয়রানির শিকার হন।

ইতিমধ্যে রটারড্যামের মসজিদ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। মেয়র ক্যারোলা স্খাউটেনের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। নিরাপত্তা জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রশাসন সেটি পর্যালোচনা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন