

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আল্লাহ তাআলা সমগ্র মহাবিশ্বের স্রষ্টা। আকাশে, মাটিতে ও জলে যা কিছু আছে—সবই তাঁর সৃষ্টি। মানুষ, জিন, প্রাণী কিংবা মহাজাগতিক বস্তু—সবকিছুই তাঁর ইচ্ছায় সৃষ্টি হয়েছে এবং তাঁর নির্ধারিত সময়েই মৃত্যু বরণ করবে। কুরআনের সূরা আলে ইমরানে বলা হয়েছে, “প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আর কেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ কর্মফল দেওয়া হবে।”
এই আয়াতে বোঝানো হয়েছে—দুনিয়ার জীবন অস্থায়ী ও ক্ষণস্থায়ী, আর পরকালই চিরস্থায়ী। প্রকৃত সফলতা হলো, মৃত্যুর পর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করা। তাই একজন মুমিনের উচিত মৃত্যুর ভয় নয়, বরং সুন্দর, কল্যাণকর ও ঈমানের সঙ্গে মৃত্যুর প্রার্থনা করা।
নিচে এমন পাঁচটি দোয়া বা প্রার্থনা তুলে ধরা হলো, যা মৃত্যুর সময় একজন মুমিনের কাম্য হতে পারে—
১. নামাজরত অবস্থায় মৃত্যু প্রার্থনা করা:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে ভালো কাজে লিপ্ত রাখেন এবং সেই অবস্থায় মৃত্যু দান করেন।” (সহীহ ইবনু হিববান, আহমাদ, সহীহাহ)।
২. রমজান মাসে মৃত্যু প্রার্থনা করা:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, “যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়।” (সহিহ বুখারি: ৩২৭৭)।
৩. জুমাবার বা জুমার রাতে মৃত্যু কামনা করা:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমাবারে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন।” (তিরমিজী, মেশকাত, মুসনাদে আহমাদ)।
৪. পবিত্র অবস্থায় মৃত্যু কামনা করা:
মৃত্যুর সময় শরীর ও মন যেন পরিশুদ্ধ থাকে—এই দোয়া করা উচিত। মুমিনের মৃত্যুর সময় কপালে ঘাম জমা থাকা এবং মুখে প্রশান্তি থাকা তার শুভ পরিণতির ইঙ্গিত বহন করে।
৫. মুখে কালিমা উচ্চারণ করে মৃত্যু কামনা করা:
মৃত্যুর সময় যেন মুখে থাকে এই বাক্য— “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” (আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ সা. তাঁর রাসূল)। এ বাক্যই ঈমানের সারাংশ এবং মৃত্যুর সময় এ উচ্চারণই মুমিনের সৌভাগ্য।
এছাড়া আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যেন তিনি ঈমানের সঙ্গে মৃত্যু দান করেন, সহজভাবে মৃত্যুবরণ করান, কবরের আজাব থেকে রক্ষা করেন এবং শহীদের মর্যাদা দান করেন।
মন্তব্য করুন
