বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হজ ও দুই মসজিদের ইতিহাস সংরক্ষণে স্থায়ী জাদুঘর করছে সৌদি আরব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
মসজিদে হারাম
expand
মসজিদে হারাম

হজ এবং দুই পবিত্র মসজিদের দীর্ঘ ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণের লক্ষ্যে সৌদি আরব একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি প্রকল্পটির উচ্চপর্যায়ের তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টডিয়ান অব টু হোলি মসকসের বিশেষ উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্প এগিয়ে যাচ্ছে।

জাদুঘরে হজের আচার-অনুষ্ঠানের ইতিহাস, ইসলামী স্থাপত্যের বিকাশ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দুই মসজিদের সেবায় ঘটে যাওয়া পরিবর্তনসমূহকে প্রামাণ্যভাবে লিপিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বের জন্য একটি পূর্ণাঙ্গ জ্ঞানভাণ্ডার গড়ে তোলা হবে।

প্রথমে ‘হজ ও দুই পবিত্র মসজিদের বিশ্বকোষ’ নামে শুরু হলেও এটি এখন জাতীয় উদ্যোগে রূপ নিয়েছে। কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস (দারাহ) এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এর বাস্তবায়ন হবে।

এ ছাড়া মদিনায় ‘রাসুল (সা.)-এর জীবনের ঐতিহাসিক ঘটনাবলি’ শীর্ষক একটি আন্তর্জাতিক ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হজের ইতিহাসকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনীরও প্রস্তুতি চলছে।

প্রকল্পের তদারকিতে আছেন ইসলামের শীর্ষস্থানীয় আলেম ও নীতিনির্ধারকরা, যেমন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ আল ইসা এবং হজ মন্ত্রী ড. তাওফিক আল রাবিয়াহ।

এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব মুসলিম সমাজ আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিকভাবে হজ এবং দুই পবিত্র মসজিদের ইতিহাস জানতে পারবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ, সৌদি গেজেট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন