সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের বাড়িতে ইফতার করলে মেজবানের জন্য কী দোয়া করতে হয়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রমজান মাসে একে অপরকে ইফতারে দাওয়াত দেওয়া মুসলিম সমাজের একটি সুন্দর ও প্রশংসনীয় রীতি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কিংবা প্রতিবেশীর বাড়িতে ইফতার করা শুধু সামাজিক সৌহার্দ্যই বাড়ায় না, বরং এর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ সওয়াব ও দোয়ার বিষয়।

অনেকের মনে প্রশ্ন থাকে—অন্যের বাড়িতে ইফতার করলে মেজবানের জন্য কী দোয়া করা উচিত, সেই দোয়া কখন ও কীভাবে করতে হয় এবং এর ফজিলত কী। ইসলামী শরিয়তে এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

ইসলামে কৃতজ্ঞতা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ আদব। কেউ যদি খাবারের ব্যবস্থা করে, বিশেষ করে রোজাদারকে ইফতার করায়, তাহলে তার জন্য দোয়া করা সুন্নাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সাহাবিদের বাড়িতে খাবার গ্রহণ করতেন এবং খাবার শেষে তাদের জন্য বিশেষ দোয়া করতেন। এটি প্রমাণ করে যে, মেজবানের জন্য দোয়া করা শুধু সৌজন্যমূলক আচরণ নয়, বরং নবীজির সুন্নাহ।

আরও পড়ুনঃ রোজার নিয়ত (নাওয়াইতু আন...): বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত।

হাদিসে বর্ণিত সবচেয়ে প্রসিদ্ধ দোয়া হলো—“আল্লাহুম্মা আত‘ইম মান আত‘আমানি, ওয়াসক্বি মান সাক্বানি।” এর অর্থ হলো—হে আল্লাহ! যে আমাকে আহার করিয়েছে, আপনি তাকেও আহার করান; আর যে আমাকে পান করিয়েছে, আপনি তাকেও পান করান। (সহিহ মুসলিম)। এই দোয়াটি সাধারণ খাবার গ্রহণের পর যেমন পড়া যায়, তেমনি ইফতার করার পরও পড়া যায়। এর মাধ্যমে মেজবানের জন্য দুনিয়া ও আখিরাতের বরকত কামনা করা হয়।

আরেকটি দোয়া বিশেষভাবে ইফতারের সঙ্গে সম্পর্কিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোনো রোজাদার তোমাদের কাছে ইফতার করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন।” (সুনানে তিরমিজি)। এ হাদিস থেকে বোঝা যায়, মেজবান শুধু অতিথির দোয়া নয়, ফেরেশতাদের দোয়াও লাভ করেন। তবে অতিথির পক্ষ থেকে মুখে দোয়া করা সুন্নাহর অংশ এবং এটি আদবেরও পরিচায়ক।

খাবার শেষে মেজবানের জন্য পড়া আরেকটি মাসনূন দোয়া হলো—“আফতারা ইন্দাকুমুস সাইমূন, ওয়া আকালা তাআমাকুমুল আবরার, ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাহ।” এর অর্থ—তোমাদের কাছে রোজাদাররা ইফতার করল, নেককাররা তোমাদের খাবার খেল এবং ফেরেশতারা তোমাদের ওপর দরুদ ও দোয়া পাঠ করল। (সুনানে আবু দাউদ)। এই দোয়াটি বিশেষভাবে অন্যের বাড়িতে ইফতার করার পর মেজবানের জন্য পড়া হলে অত্যন্ত সুন্দর ও অর্থবহ হয়।

এই দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো কঠোর সময় নেই। সাধারণত ইফতার সম্পন্ন হওয়ার পর বা খাবার শেষ করার পর মেজবানের উদ্দেশ্যে এই দোয়াগুলো পড়া উত্তম। তবে কেউ চাইলে ইফতারের সময় সংক্ষেপে দোয়া করতে পারে কিংবা বিদায় নেওয়ার সময়ও মেজবানের জন্য দোয়া করতে পারে। মূল বিষয় হলো আন্তরিকতা ও কৃতজ্ঞতার মনোভাব।

আরও পড়ুনঃ ইফতারের দোয়া (আল্লাহুম্মা লাকা ছুমতু...): কখন পড়বেন? ইফতারের আগে না পরে?

ইসলামের দৃষ্টিতে ইফতার করানো একটি বড় সওয়াবের কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।” (সুনানে তিরমিজি)। এই হাদিস থেকে বোঝা যায়, মেজবান ইতোমধ্যেই বড় একটি সওয়াবের অধিকারী। অতিথির দোয়া সেই সওয়াবের সঙ্গে বরকত যোগ করে।

কুরআনেও কৃতজ্ঞতা প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব।” (সুরা ইবরাহিম, আয়াত: ৭)। অন্যের বাড়িতে ইফতার করে মেজবানের জন্য দোয়া করা মূলত এই কৃতজ্ঞতারই একটি প্রকাশ।

আরও পড়ুনঃ মুখে উচ্চারণ করে রোজার নিয়ত করা কি জরুরি? নাকি মনে মনে করলেই হবে?

এখানে মনে রাখা জরুরি যে, দোয়া অবশ্যই আরবি ভাষায় পড়তেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি আরবি দোয়া না জানেন, তাহলে নিজের ভাষায় আন্তরিকভাবে মেজবানের জন্য কল্যাণ, বরকত ও ক্ষমার দোয়া করলেও তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আল্লাহ অন্তরের নিয়ত ও আন্তরিকতাকেই মূল হিসেবে গ্রহণ করেন।

সবশেষে বলা যায়, অন্যের বাড়িতে ইফতার করলে মেজবানের জন্য দোয়া করা ইসলামের একটি সুন্দর আদব ও সুন্নাহ। “আল্লাহুম্মা আত‘ইম মান আত‘আমানি…” কিংবা “আফতারা ইন্দাকুমুস সাইমূন…”—এই দোয়াগুলো পড়া উত্তম ও প্রমাণিত। এর মাধ্যমে মেজবানের জন্য বরকত, রহমত ও সওয়াব কামনা করা হয় এবং সামাজিক সম্পর্ক আরও মজবুত হয়। সুতরাং রমজানের এই বরকতময় মাসে অন্যের বাড়িতে ইফতার করলে শুধু খাবার গ্রহণেই সীমাবদ্ধ না থেকে মেজবানের জন্য আন্তরিক দোয়া করা উচিত। এতে সুন্নাহ আদায় হবে, সম্পর্ক গভীর হবে এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X