শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁত ব্রাশ বা পেস্ট ব্যবহার করলে কি রোজা মাকরুহ হয়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
expand
দাঁত ব্রাশ বা পেস্ট ব্যবহার করলে কি রোজা মাকরুহ হয়?

রমজান মাসে রোজা পালন করার সময় দৈনন্দিন অনেক কাজ নিয়েই মুসলমানদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত প্রশ্ন হলো রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা মাকরুহ হয় কি না, কিংবা এতে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে কি না। বিষয়টি সরাসরি রোজার সহিহতা ও সতর্কতার সঙ্গে সম্পর্কিত হওয়ায় শরিয়তের স্পষ্ট দিকনির্দেশনা জানা অত্যন্ত জরুরি।

ইসলামি শরিয়তে রোজা অবস্থায় মুখ পরিষ্কার করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং মুখের পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহার করতেন - এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারিতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা অবস্থায় বহুবার মিসওয়াক করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১৯৩৪)

এই হাদিস থেকে আলেমরা স্পষ্টভাবে বলেছেন, রোজা অবস্থায় দাঁত পরিষ্কার করা জায়েজ। তবে মিসওয়াক ও আধুনিক টুথপেস্ট বা ব্রাশের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। মিসওয়াকে কোনো তরল বা স্বাদযুক্ত উপাদান গলায় যাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম, কিন্তু টুথপেস্ট ব্যবহারের ক্ষেত্রে সেই ঝুঁকি অনেক বেশি।

হানাফি মাজহাব অনুযায়ী, রোজা অবস্থায় টুথপেস্ট ছাড়া শুধু শুকনো ব্রাশ বা মিসওয়াক ব্যবহার করা মাকরুহ নয়। তবে টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ, বিশেষ করে দুপুরের পর। কারণ টুথপেস্টের স্বাদ ও উপাদান অনিচ্ছাকৃতভাবে গলায় চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যদি পেস্টের কিছু অংশ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গলায় চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে। এই কারণে সতর্কতামূলকভাবে একে মাকরুহ বলা হয়েছে।

ফিকহি কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কাজটি নিজে থেকে রোজা ভাঙে না, কিন্তু রোজা ভাঙার সম্ভাবনা সৃষ্টি করে—সেটিকে মাকরুহ বলা হয়। আল-হিদায়া, ফাতাওয়া আল-হিন্দিয়া এবং রাদ্দুল মুহতার গ্রন্থে দাঁত পরিষ্কারের এই মাসআলা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এসব কিতাবে বলা হয়েছে, রোজা অবস্থায় এমন কাজ থেকে বিরত থাকা উত্তম, যা রোজা ভাঙার আশঙ্কা তৈরি করে।

শাফেয়ি, মালিকি ও হাম্বলি মাজহাবের অনেক আলেমও টুথপেস্ট ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, যদি কেউ নিশ্চিত থাকে যে পেস্টের কিছুই গলায় যাবে না, তাহলে রোজা ভাঙবে না। তবে বাস্তবতার দিক থেকে এই নিশ্চয়তা পাওয়া কঠিন হওয়ায় দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার পরিহার করাই উত্তম ও তাকওয়ার কাছাকাছি।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—মাকরুহ মানেই হারাম নয়। মাকরুহ অর্থ এমন কাজ, যা না করাই উত্তম এবং করলে সওয়াব কমে যেতে পারে। তাই দাঁত ব্রাশ বা পেস্ট ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায়—এমন ধারণা সঠিক নয়। বরং রোজা সহিহ থাকে, যদি কিছুই গলায় না যায়। তবে ইবাদতের পূর্ণতা ও সতর্কতার জন্য আলেমরা এটিকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

রমজান মাসে দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখার সর্বোত্তম সময় হলো সেহরির পর এবং ইফতারের পর। এই সময়গুলোতে টুথপেস্ট ব্যবহার করলে কোনো শরয়ি সমস্যা নেই। দিনের বেলায় প্রয়োজন হলে শুধু মিসওয়াক বা পানি ছাড়া হালকা ব্রাশ ব্যবহার করা যেতে পারে, যাতে কোনো স্বাদ বা উপাদান গলায় যাওয়ার সম্ভাবনা না থাকে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, “রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়।” (সহিহ বুখারি, হাদিস: ১৯০৪; সহিহ মুসলিম, হাদিস: ১১৫১)। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, রোজার স্বাভাবিক অবস্থার অংশ হিসেবে মুখের কিছুটা পরিবর্তন আল্লাহর কাছে অপছন্দনীয় নয়। তাই শুধু মুখের গন্ধ দূর করার জন্য ঝুঁকিপূর্ণ কাজ করা প্রয়োজন নেই।

সব দিক বিবেচনায় শরিয়তের সিদ্ধান্ত খুবই ভারসাম্যপূর্ণ। রোজা অবস্থায় দাঁত পরিষ্কার করা জায়েজ, কিন্তু টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ, কারণ এতে রোজা ভাঙার সম্ভাবনা থাকে। যদি কেউ অত্যন্ত প্রয়োজনবশত ব্যবহার করে এবং নিশ্চিতভাবে কিছুই গলায় না যায়, তাহলে রোজা ভাঙবে না। তবে তাকওয়া ও সতর্কতার দাবি হলো—রমজানের দিনে টুথপেস্ট পরিহার করা এবং মিসওয়াকের ওপর নির্ভর করা।

সুতরাং সহিহ হাদিস, ফিকহি গ্রন্থ এবং আলেমদের সর্বসম্মত মতামতের আলোকে বলা যায়, দাঁত ব্রাশ বা পেস্ট ব্যবহার করলে রোজা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় না, তবে টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ। নিরাপদ ও উত্তম পন্থা হলো সেহরি ও ইফতারের সময় টুথপেস্ট ব্যবহার করা এবং দিনের বেলায় মিসওয়াক বা সাধারণ পরিষ্কারেই সীমাবদ্ধ থাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X