রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হারামাইন এলাকায় ফটোগ্রাফি সম্পর্কে যা জানা গেল...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
মসজিদুল হারাম-ফাইল ছবি
expand
মসজিদুল হারাম-ফাইল ছবি

আসন্ন হজ–২০২৬ মৌসুমকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সব ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে-এ দাবি সম্পূর্ণ অসত্য বলে নিশ্চিত করেছেন সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দাবি করা হয় যে, জনসমাগম কমানোর কারণ দেখিয়ে হজের সময় মোবাইল ফোন দিয়ে ছবি তোলা বা ভিডিও করা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, হারামাইন কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকারি সংস্থাই এ ধরনের কোনো ঘোষণা দেয়নি।

ফ্যাক্ট–চেক প্রতিষ্ঠান দ্য ইসলামিক ইনফরমেশন বিষয়টি যাচাই করে জানায়, দুই পবিত্র মসজিদে ফটোগ্রাফি নিয়ে কোনো নতুন বিধিনিষেধ জারি হয়নি। প্রচলিত নীতিমালাই বজায় রয়েছে।

হারামাইন কর্তৃপক্ষের ভাষ্য, হজ ও রমজান মৌসুমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নতুন কিছু নয়।

এসব গুজব যাচাই-বাছাই ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তা সত্য বলে ধরে নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X