শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম
ছবি: প্রতিকী
expand
ছবি: প্রতিকী

বিশ্বজুড়ে মুসলমানদের কাছে পবিত্র রমজান মাস ইবাদত, আত্মসংযম এবং সামাজিক সম্প্রীতির বিশেষ সময়। এ মাসে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি পরিবার ও সমাজে ভালোবাসা ও সহযোগিতার চর্চা করা হয়।

জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তার আগের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারির সন্ধ্যায় আরব বিশ্বের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাস্তবে চাঁদ দেখার ওপর।

প্রতিটি দেশে সাধারণত শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার আয়োজন করা হয়। এরপর সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়।

কেন তারিখ পরিবর্তিত হয়?

ইসলামী ক্যালেন্ডার সম্পূর্ণ চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল। প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের তুলনায় প্রায় ১০-১১ দিন ছোট, তাই প্রতিবছর রমজান গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কিছুটা এগিয়ে আসে।

ফলে মুসলমানরা কখনো শীত, কখনো গ্রীষ্ম, আবার কখনো বর্ষা বা বসন্তে রোজা রাখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন