

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সদস্য সচিব হাফিজুল ইসলাম পদত্যাগ করেছেন।
রোববার (২ নভেম্বর) রাতে একটি পদত্যাগ পত্রের কপি নিজের ফেসবুকে শেয়ার করেন তিনি। পদত্যাগ পত্রটি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেন।
যেখানে তিনি উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তবে, সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হয়েছে, তাদের পূর্বের লক্ষ্য ধরে রাখা এবং আগামীদিনের লক্ষ্য কি হবে তা আমি বোধগম্য নয়।
তিনি আরো বলেন, যে লক্ষ্য নিয়ে এই কমিটিগুলো গঠিত করা হয়েছিল, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তাই আমি স্বেচ্ছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি।
মন্তব্য করুন
