

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ দুই বছর তিন মাস পর পূর্বঘোষিত কমিটির ৪ পদ বহাল রেখে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এই কমিটি অনুসারে ৪৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
বুধবার(২৫ অক্টোবর)রাতে কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জানতে চাইলে আইয়ুবুর রহমান তৌফিক বলেন, "পদ পেয়ে তো ভালো লাগছে। একটা দীর্ঘ সময় পর সংগঠনের কমিটি হলো, সংগঠনের পরিচয় পাওয়া এটা তো গৌরবের।
আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং সন্তুষ্ট। পদের কত নম্বরে আছি এটা কোনো বিষয় নয়, মূল কথা হলো সংগঠন আমাকে পরিচয় দিয়েছে। আমি সংগঠনের ব্যানারে কাজ করব এটা বড় গৌরবের।"
নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৫৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রয়েছেন ৬২ জন।
এর আগে ২০২৩ সালের ১২ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। কমিটির সভাপতি হয়েছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।
সিনিয়র সহ-সভাপতি হয়েছিলেন অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছিলেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হওয়ার কথা থাকলেও তা হতে সময় লেগেছে প্রায় ২৫ মাস। এছাড়া চাকসু নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন