

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক বিভাজন না বাড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দেশের প্রধান চ্যালেঞ্জ দুই পক্ষ—আওয়ামী লীগ এবং ভারত।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় আয়োজিত এনসিপির গণমিছিলে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংগ্রাম এখনো শেষ হয়নি। তার ভাষায়, রাজপথের লড়াই শেষ হবে তখনই, যখন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে।
ভারত সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ঢাকা সফরে আসা ভারতের নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। তার দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ বিচারিক সিদ্ধান্ত বাস্তবায়ন দেখতে আগ্রহী।
তিনি আরও জানান, সংস্কার–বিচার–নির্বাচন—এই তিন লক্ষ্য সামনে রেখে এনসিপি রাজনৈতিক কর্মকৌশল সাজিয়েছে। তাদের লক্ষ্য, সংসদে গিয়ে কাঙ্খিত সংস্কার প্রতিষ্ঠা করা। বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন
