মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক ভাড়ার রাজনীতি শেষ, মাঠে বদলে গেছে সমীকরণ: সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম
expand
এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম

জোট করা যাবে, তবে অন্যের প্রতীক ভাড়া নেওয়ার সুযোগ আর নেই’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যাচাইকৃত পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। এখন থেকে জোটে গেলেও নিজেদের প্রতীকেই লড়তে হবে।

তিনি আরও বলেন, মাঠ এখন আর আগের মতো নেই। আগের হিসাব-নিকাশ এবার মেলানো যাবে না, সবাই সময়মতো বুঝে নিন।

সম্প্রতি সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

এই নীতিগত অনুমোদন আসে গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সংশোধিত অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘২০ ধারা’ নিয়েই শুরু হয় রাজনৈতিক মহলে আলোচনা। বিএনপি যেখানে আপত্তি জানায়, সেখানে জামায়াত ও এনসিপি—দুই দলই এই সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

সারজিস আলমের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রতীক-ভিত্তিক রাজনীতিতে দলীয় পরিচয়ের গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন