

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত এককভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার অবস্থায় নেই।
তিনি মনে করেন, রাজনৈতিক বাস্তবতা মাঠের চিত্রের সঙ্গে অনেক সময় ভিন্ন হয়ে থাকে।
সোমবার বিকেলে বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ হোক বা বিএনপি–জামায়াত—কেউ একা দেশের নেতৃত্ব দিতে পারবে না।
আগামী দিনের রাজনীতিতে ভারসাম্য আনতে এনসিপির ভূমিকা রাজপথে যেমন জরুরি, সংসদেও তেমন প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আগামী সংসদে তরুণ প্রজন্মের অংশগ্রহণ না হলে রাজনীতির সংস্কার সম্ভব নয়।
এনসিপি সেই সংস্কারের আন্দোলনে কাজ করছে, যেখানে জনগণের স্বার্থই হবে মুখ্য।”
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, “এনসিপি জনগণের স্বার্থে আপসহীন।
সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এতে সাক্ষর করব না। আইন ও বিচারের নিশ্চয়তা না আসা পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্ট থাকবে।”
সভায় এনসিপির জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

