শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি-জামায়াত ভাই ভাই, আর যেন ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
জয়নাল আবদিন ফারুক
expand
জয়নাল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, “বিএনপি ও জামায়াত অতীতে একসঙ্গে আন্দোলন করেছে, কিন্তু এখন সময় এসেছে বিভেদ নয়, সহযোগিতার।

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে।”

সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতাদের উদ্দেশে ফারুক বলেন, “আপনারা যখন জুলাই সনদে সই করেছেন, তখন ঐক্যের পথে এগিয়ে যান।

ইউনূস সাহেবের সরকারকে সহযোগিতা করা এখন সময়ের দাবি।”

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, “তারেক রহমান ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

দেশে আগুন-সন্ত্রাসের ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। সম্প্রতি বিমানবন্দর ও মিরপুরের কারখানায় অগ্নিকাণ্ডও সেই পরিকল্পনার অংশ হতে পারে।”

অনুষ্ঠানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কোম্পানির সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X